শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

these all tricks can helps you from domestic little issues

লাইফস্টাইল | সাদা কাপড়ের জেদি দাগ বা তেল চিটচিটে রান্নাঘর, সংসারের টুকিটাকি সমস্যার সমাধান করতে মেনে চলুন এইসব সহজ টোটকা 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ৩০Moumita Ganguly


আজকাল ওয়েবডেস্ক : সাদা মোজা ধোয়ার জন্য গুড়ো সাবানের সঙ্গে ১ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধ বালতি জল রান্নাঘরে মিশিয়ে নিন। ভেজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা লঙ্কার রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়ো সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।

তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ জলে ১ চা চামচ সরষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা সোডা ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়ো সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে। হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে গিয়ে নতুনের মতো‌ চকচক করছে।

ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য জলে সামান্য কেরোসিন মিশিয়ে নিন। এই জল দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে ও পোকামাকড়ের উপদ্রব কমবে। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য একই টোটকা ব্যাবহার করতে পারেন।

রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়। খাবার সোডা জলে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে জলে সাদা ভিনিগার মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।

 বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধ কাপ কেরোসিন তেলের সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

নারকেল ভাঙতে গেলে তা কখনোই ভাল করে টুকরো হয় না। কিছুটা সময় আগে জলে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

তাড়াতাড়ির সময় সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে সম্ভব হয় না। ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। খুব সহজেই খোসা বেড়িয়ে আসবে।

ঘি-এ সামান্য নুন মিশিয়ে রাখুন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

কাঁচা লেবু থেকে রস পেতে ১৫মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। লেবু কাটলে রস বেরোবে।

রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন। দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য নুন দিন। তাহলে আর তেল ছিটবেনা।

খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

মিষ্টিজাতীয় খাবার বা পায়েসে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে রাখুন। পরে তাওয়ায় ভাজলে তেল কম লাগবে। শুকনো ভাজলে তেল বেশি লাগবে।

ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। ঘন করতে দুটো আলু সেদ্ধ করে স্যুপে দিয়ে ফুটিয়ে দিন। স্যুপ ঘন হবে।




নানান খবর

নানান খবর

চড়চড় করে উঠছে পারদ; ভুল খাবার ডেকে আনতে পারে সর্বনাশ, রোদে বেরিয়ে ভুলেও খাবেন না এই তিনটি খাবার

“অধিকাংশ মানুষই তেল মাখার পদ্ধতি জানেন না!” চুল ভাল রাখতে কীভাবে তেল মালিশের পরামর্শ দিলেন জাভেদ হাবিব?

স্বামীকে ছেড়ে দু’শো পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিলেন বধূ! কারণ জানলে চোখে জল আসবে

এতো লম্বা লম্বা গাছ বেঁকে গেল কীভাবে? এলিয়েনদের কাজ নয়তো? ভূতুড়ে বন নিয়ে আজও মেলেনি উত্তর

বিশ্বের দীর্ঘতম জিভের অধিকারী এই তরুণী! জিভ দিয়ে কোন কোন অঙ্গ স্পর্শ করতে পারেন জানলে রোম খাড়া হয়ে যাবে

গরমে বাড়ছে ব্রণ, এই কয়েকটি নিয়ম মানলেই হবে সমাধান

জেনে নিন সানস্ক্রিন না ময়েশ্চারাইজারের মধ্যে কোনটি আগে ব্যবহার করবেন, সঠিকভাবে ব্যবহার করবেন কীভাবে

রাতের পর রাত চোখে ঘুম নেই? এই ঘরোয়া পানীয়ই দেবে অনিদ্রা থেকে রেহাই, দূর হবে ক্লান্তিও

মাইক্রোওয়েভ ওভেনে ভুলেও গরম করবেন না এই সব খাবার, শরীরে পড়তে পারে ভয়ঙ্কর প্রভাব

রান্নাঘরের তাক বার বার অগোছালো-অপরিচ্ছন্ন হয়ে যায়? ৫ টোটকা মানলেই শখের ক্যাবিনেট থাকবে ঝকঝকে

রোদে পুড়ে ত্বকের দফারফা? মাত্র ১৫ মিনিটে এই সবজির প্যাকেই গায়েব হবে জেদি ট্যান

রাতে চুলে তেল মেখে ঘুমোন? এতে আদৌ লাভ হচ্ছে তো! জানুন আসল সত্যি

শৈশবের স্মৃতি কেন মনে থাকে না? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

চিনি ছেড়ে ব্রাউন সুগার খাচ্ছেন? আদৌ এটি স্বাস্থ্যের জন্য ভাল তো! না জেনে খেলে বারোটা বাজবে শরীরের

স্ত্রীকে বিছানায় রেখেই মধ্যরাতে পা টিপে টিপে শাশুড়ির ঘরে চলে যেতেন জামাই! হাতেনাতে ধরে বধূ যা করলেন, জানলে আঁতকে উঠবেন

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া